নিমগাছের জন্য ঢাবি শিক্ষার্থীদের শোক পালন

  28-04-2017 01:58PM

পিএনএস ডেস্ক:ঝড়ে উপড়ে পড়া নিমগাছের জন্য শোক করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গাছটির ছবি দিয়ে স্মৃতিচারণ করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের বহু বছরের পুরনো নিমগাছটি বুধবার ঝড়ে উপড়ে পড়েছে। দুই দিন ধরে গাছটি নিয়ে শোকগাথা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার নামে ফেসবুক গ্রুপে। এ ছাড়া অনেকে নিজেদের প্রোফাইলেও গাছটির ছবি দিয়ে স্ট্যাটাস দিচ্ছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বলেন, ‘এই নিমগাছ নিয়ে আমাদের অনেক স্মৃতি। গাছটার নিচে আমাদের অনেক আড্ডা হতো। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশেরই কোনো না কোনো স্মৃতি আছে এখানে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপে এই গাছের একটা ছবিতে গতকাল রাত ৯টা পর্যন্ত প্রায় চার হাজার জন স্মৃতিচারণা করে মন্তব্য করেছেন। একজন লেখেন, ‘হৃদয়বিদারক ঘটনা।’ আরেক ছাত্র লিখেছেন, ‘একটি ইতিহাসের মৃত্য।’

রাবেয়া বেগম মন্তব্যে লেখেন, ‘এত বড় একটা ঔষধি গাছ, কী সুন্দর নির্মল বাতাস ও অক্সিজেন দিত। পরিবেশ ঠান্ডা রাখত। কর্তৃপক্ষের কাছে সবিনয়ে অনুরোধ, এই উপড়ে পড়া গাছটির আশপাশে আরও কয়েকটি নিমগাছ লাগিয়ে এলাকার সুশীতল পরিবেশ নিশ্চিত করা হোক।’


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন