শিবগঞ্জে জঙ্গি আস্তানার চার লাশের ৩টিরই চেনার উপায় নেই

  28-04-2017 03:03PM

পিএনএস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযানের পর জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা চারজনের লাশের মধ্যে তিনজনকে চেনার উপায় নেই বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেস আলী মিয়া বলেন, অপারেশন ঈগল হান্টের পর জঙ্গি আস্তানা থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু তাদের তিনজনকে চেনার উপায় নেই।

জেলার পুলিশ সুপার মুজাহিদুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর ঘিরে রাখা বাড়িটি থেকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা একটা সুইসাইড ভেস্ট ও একটা পিস্তল উদ্ধার করেছে।

শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহিনী গ্রামের আমবাগান ঘেরা জেন্টু বিশ্বাস নামে এক ব্যক্তির আধাপাকা একটি বাড়ি জঙ্গি আস্তানা হিসেবে বুধবার সকালে ঘিরে রাখে আইন-শৃঙ্খলা বাহিনী। পরে সোয়াটের অভিযান শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে চারজনের লাশ মেলে, যারা নিজেদের ঘটানো বিস্ফোরণে মারা যান বলে জানায় পুলিশ।

শুক্রবার বেলা দেড়টায় তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনও মামলাও হয়নি।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন