তানোরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

  28-04-2017 06:14PM

পিএনএস, নিজস্ব প্রতিবেদক : ‘বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়’এ স্লোগানকে সামনে রেখে রাজশাহীর তানোরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় উপজেলা লিগ্যাল এইড কমিটির ব্যানারে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটি সর্ম্পকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মুহা: শওকাত আলী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মাতিনুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: মাসুদ রানা, তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব রবিউল ইসলাম, তানোসপরির সভাপতি কবি অসীম কুমার সরকার, শিক্ষক মো: আব্দুল বারী, মো: সোহরাব হোসেন, তানোর উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মুহা: শওকাত আলী বলেন, একটি সুখী-সমৃদ্ধ, শোষণ-বঞ্চনামুক্ত দেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় আর্থিকভাবে অস্বচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদান কল্পে ‘আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০’ প্রণীত করেছে।

শেষে জাতীয় আইনগত সহায়তা দিবসকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার বিকেলে একই স্থানে অনুষ্ঠিত প্রথমবারের মতো তানোরে কাবাডি (হাডুডু) খেলায় অংশগ্রহণকারী কাবাডি দল ও খেলা পরিচালনাকারী সদস্যদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন