৩ বছর পর দেশে ফিরেছে পাচার হওয়া ১ শিশুসহ ১২ তরুনী

  28-04-2017 08:51PM

পিএনএস, বেনাপোল : মিথ্যা চাকৃুরির আশ্বাসে ও ভাল কাজের প্রলোভনে ভারতের বোম্বে ও দিল্লিতে পাচার হওয়া ১২তরুনী ও এক শিশুকে দীর্ঘ ৩বছর পর শুক্রবার সন্ধায় আন্তর্জআতিক চেকপোষ্ট বেনাপোলে দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশ। ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্টোপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ তাদেরকে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করেন। ফেরত আসা সাদিয়া, লাইজু,শাহনাজ,রেনজু,রিনা,সজনী,মাজেদা,পায়েল,নাহিদা সহ তরুনীরা নারানগজ্ঞ, কুরগাও,মাগুরা,ফরিদপুর,নড়াইল ও ঝিনাহদাহ এলাকার অধিবাসি।

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি শরিফুল ইসলাম শরিফ জানান, আড়াই থেকে তিন বছর আগে বিভিন্ন সময়ে মিথ্যা চাকৃরির আশ্বাসে ও ভাল কাজের প্রলোভনে ভারতে বোম্বে পাচার হয়ে যায় ১২ তরুনী ও এক শিশু। বাসাবাড়ী ব্উিটি পার্লার হোটেল সহ বিভিন্ন কাজকরাকালে পুলিশের হাতে আটক হয় তারা। পরে এসব বাংলাদেশী তরুনীদের ঠাই হয়একটি মানবধিবার আশ্রমে। সেখান থেকে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের হস্তক্ষেপে দেশে ফেরে তারা। তাদেরকে পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদেরকে ঢাকা আহসানিয়া মিশনের জিম্মায় দেওয়া হয় বলে জানান তিনি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন