আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে

  29-04-2017 10:20AM

পিএনএস ডেস্ক: কয়েকদিন বৃষ্টির পর গত দু'দিন কড়া রোদ। গরমও পড়েছে প্রচণ্ড। আজ শনিবার ফের দেখা মিলতে পারে বৃষ্টির। আবহাওয়া অফিস জানিয়েছে, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়ার এই পূর্বাভাস শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর ও সাতক্ষীরা অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

শনিবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ২৬ মিনিটে, সূর্যাস্ত হবে ৬টা ২৬ মিনিটে।

গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭.৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল গোপালগঞ্জে ২০.২ ডিগ্রি সেলসিয়াস।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন