সদরঘাটে দুই লঞ্চের মাঝখানে পড়ে প্রাণ গেল যাত্রীর

  29-04-2017 01:13PM

পিএনএস ডেস্ক: রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মাঝখানে চাপা পড়ে শাহজাহান (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার পদিয়া গ্রামে বাসিন্দা। আজ শনিবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তার ছেলে মো. সিদ্দিক জানান, বর্তমানে তারা কেরানীগঞ্জ জিনজিরা এলাকায় একটি বাসায় তারা ভাড়া থাকেন। তার দুই শিশু সন্তান রাশেদ ও সোনিয়া তাদের দাদাকে দেখার জন্য কান্নাকাটি করে। তিনি জানান, নাতিদের কান্নাকাটির সংবাদ পেয়ে ভোলা থেকে লঞ্চ যোগে আজ সকালে ঢাকায় আসেন। লঞ্চটি সদরঘাটে আসলে লঞ্চ থেকে নামার সময় দুই লঞ্চের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন।

লোকজন আহত অবস্থায় প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। পরে সংবাদ পেয়ে তার ছেলে সিদ্দিক মিটফোর্ড হাসপাতাল থেকে, ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, লাশ মর্গে রাখা হয়েছে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন