শিশু সুমাইয়া চিকিৎসা নিতে ঢাকা মেডিকেলে

  29-04-2017 05:13PM

পিএনএস ডেস্ক: রাজধানীর কামরাঙ্গীরচরে অপহরণের ২৪ দিন পর উদ্ধার হওয়া শিশু সুমাইয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

শনিবার বেলা ৩টায় মায়ের সঙ্গে ঢামেকে আসে সুমাইয়া। ঢামেকের ২১২ নম্বর শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে সে।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, অপহরণের পর সুমাইয়া কোনো ধরনের শারীরিক নির্যাতনের শিকার হয়েছে কি না এ বিষয়ে নিশ্চিত হতে আদালতের নির্দেশে তাকে ঢামেকে পাঠানো হয়েছে।

এর আগে গত ২ এপ্রিল কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকায় বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় সুমাইয়া। এ ঘটনায় সুমাইয়ার বাবা জাকির হোসেন গত সোমবার (২৪ এপ্রিল) কামরাঙ্গীরচর থানায় একটি অপহরণ মামলা করেন।

দীর্ঘ ২৪ দিন পর গত বৃহস্পতিবার সুমাইয়াকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবিনা আক্তার বৃষ্টি (২৮) নামের এক নারী ও তার বাবা সিরাজুল ইসলামকে আটক করা হয়।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন