আজ হাওরাঞ্চল পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  30-04-2017 09:30AM

পিএনএস: হাওরাঞ্চলের দুর্গত এলাকা পরিদর্শন ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে রবিবার সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় হেলিকপ্টারে করে তিনি শাল্লা উপজেলার শাহেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জানা যায়, শাল্লায় পৌঁছার পর শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন ও দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে হাওর এলাকা শাল্লাকে। আইনশৃঙ্খলা বাহিনী কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে। ইতোমধ্যে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা শাল্লায় পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে আওয়ামী লীগ নেতারা কয়েক দফায় প্রস্তুতি সভাও করেছে।

এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনের পর প্রধানমন্ত্রী উপজেলার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে মতবিনিময় সভায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো সুনামগঞ্জবাসীর মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। এর আগে ২০১০ সালের ১০ নভেম্বর সুনামগঞ্জের তাহিরপুরে গিয়ে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করেছিলেন শেখ হাসিনা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন