নরসিংদীর গাবতলীতে ‘জঙ্গি আস্তানায়’ ৫ জনের আত্মসমর্পণ

  21-05-2017 10:55AM

পিএনএস ডেস্ক:নরসিংদীর গাবতলীতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ির ভেতরে থাকা জঙ্গিদের মধ্যে পাঁচ জন আত্মসমর্পণ করেছে।

রোববার (২১ মে) সকালে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য জানান।

তিনি জানান, তবে বাড়ির চার পাশে ঘিরে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ। যেহেতু আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে তাই এখনো অভিযান শুরু হয়নি।

এ ছাড়া ওই বাড়িটির আশপাশের এলাকায় ৫০০ গজ পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। পুরো এলাকা থেকে লোকজনকে সরিয়ে দিয়ে নিয়ন্ত্রণ নিয়েছে র‌্যাব ও পুলিশ।

রাতে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সংবাদ সম্মেলনে জানান, সেখানে ৪/৫ জন জঙ্গি অবস্থান করছে। সিলেটের আতিয়া মহলে যে জঙ্গিরা ছিল এরা তাদের দলের সদস্য।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন