আরও কয়েকদিন তাপদাহ থাকছে

  23-05-2017 10:38AM

পিএনএস ডেস্ক: কয়েকদিন ধরেই দেশজুড়ে তাপদাহ চলছে। জ্যৈষ্ঠের তাপদাহে জনজীবনে হাঁসফাস অবস্থা। সোমবার ঢাকায় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

দেশের সাতটি অঞ্চলে যে মৃদু তাপপ্রবাহ বইছে তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ফলে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাসের গতি থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থান সামান্য পরিবর্তন হতে পারে। এ ছাড়া আগামী পাঁচদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যেই কয়েক দিন ধরে চলছে লোড শেডিং। রাজধানীর বিভিন্ন এলাকায় দিনে ৩ থেকে ৪ বার করে বিদ্যুৎ যাচ্ছে। ঢাকার বাইরের জেলাগুলোতে দিনের অধিকাংশ সময় বিদ্যুতহীন থাকার খবরও পাওয়া যাচ্ছে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন