শুল্ক গোয়েন্দা কার্যালয়ে রেইন ট্রির এমডি

  23-05-2017 12:15PM

পিএনএস ডেস্ক: অবৈধভাবে বিদেশি মদ রাখা ও শুল্ক ফাঁকির অভিযোগের ব্যাখ্যা দিতে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে হাজির হয়েছেন বনানীর হোটেল রেইনট্রির মালিক শাহ মোহাম্মদ আদনান হারুন।

মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে কাকরাইলের শুল্ক গোয়েন্দার সদর দপ্তরে হাজির হন তিনি। বেলা ১১টায় তার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

সোমবার রেইনট্রি হোটেল কর্তৃপক্ষকে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের দেওয়া নোটিশের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আপিল করলে তা মঞ্জুর করেন আদালত।

সে অনুযায়ী চাচা মজিবুল হক কামাল, ফুফা আকবর হোসেন মঞ্জু ও আইনজীবী জাহাঙ্গীর কবিরসহ গোয়েন্দা কার্যালয়ে উপস্থিত হন হারুন।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন