বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে ইউএই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  23-05-2017 03:57PM

পিএনএস : বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্টদূত Dr. Jaded Bin Hajar al Shehi আজ দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন এমপির সাথে সাক্ষাৎ করেন। এ সময় ঢাকা -দুবাই, আবুদাবি এবং শারজাহর মধ্যে বিমান যোগাযোগ বৃদ্ধি ও পর্যটনের বিকাশে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে বিস্তারিত আলোচনা হয়। তাঁরা আশাবাদ ব্যক্ত বিনিয়োগ-বাণিজ্য, জনশক্তিসহ ভ্রাতৃপ্রতীম দুই মুসলিম রাষ্ট্রের সম্পর্ক আগামী দিনগুলোতে আরও জোরদার হবে।

বৈঠকে মুসলিম দেশসমূহে বিরজমান অনৈক্য, গোষ্ঠীগত সংঘাত, সন্ত্রাসবাদ এবং ইসলামী সম্মেলন সংস্থার ভূমিকা ও আগামী ১০-১২ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য ওআইসির পর্যটন মন্ত্রীদের সম্মেলন প্রসঙ্গে আলোচনা হয়।

ধর্মীয় মিল ছাড়াও উভয় দেশের রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি, কৃষ্টি ঐতিহ্য ও ইতিহাস যা দেশ মধ্যে নতুন নতুন যোগাযোগের ক্ষেত্র উন্মোচন করতে পারে। মুসলিম দেশগুলোতে হালাল ট্যুরিজমের যে ব্যাপক বাজার সৃষ্টি হয়েছে তা থেকে উভয় দেশ লাভবান হতে পারে। উভয় দেশের পর্যটকদের আকর্ষণ করতে প্যাকেজ ট্যুর এবং অন-অ্যারাইভাল ভিসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে বৈঠকে অভিমত ব্যক্ত হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন