বুড়িগঙ্গায় ডুবে ৪ জনের মৃত্যু

  27-05-2017 01:58AM

পিএনএস ডেস্ক: দক্ষিণ কেরানীগঞ্জের আইন্তা এলাকায় নদীতে ডুবে দুই সহোদরসহ তিন খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নোয়াদ্দা এলাকায় বুড়িগঙ্গার শাখা নদীতে ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলো রাজধানীর শনির আখড়া এলাকার গফুর চৌকিদার বাড়ির আবদুস ছালামের ছেলে দনিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মো. হৃদয় (১৮) এবং দক্ষিণ কেরানীগঞ্জের নোয়াদ্দা এলাকার মনির হোসেনের দুই ছেলে মোহাম্মদ ইব্রাহিম (২১) ও মোহাম্মদ হোসেন (১৪)। এ ছাড়া গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকায় জুনায়েত হোসেন নামের আড়াই বছরের এক শিশু বুড়িগঙ্গা নদীতে ডুবে মারা গেছে।

নিহত দুই সহোদরের বাবা মনির হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার তাদের বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে আত্মীয়স্বজন আসে। আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে মো. হৃদয়, মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ হোসেনসহ কয়েকজন বাড়ির পাশে বুড়িগঙ্গার শাখা নদীতে গোসল করতে যায়। বেলা একটার দিকে খবর আসে তারা পানিতে তলিয়ে গেছে।

এলাকাবাসী হৃদয়কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ছাড়া পানিতে ডুবে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর ইব্রাহিম ও হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

হৃদয়ের খালা জামিলা খাতুন জানান, হৃদয় দনিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। দুই ভাইবোনের মধ্যে হৃদয় বড় ছিল। নিহত দুই সহোদরের চাচা মো. সোহাগ জানান, ইব্রাহিম যাত্রাবাড়ী এলাকায় ইলেকট্রিকের দোকানে কাজ করত। মোহাম্মদ হোসেন শনির আখড়া এলাকায় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

এদিকে, দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকার ভাড়াটিয়া শাহিন শেখ জানান, ‘গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আমার আড়াই বছরের ছেলে জুনায়েত হোসেন বাড়ির বাইরে গিয়ে নিখোঁজ হয়। পরে রাত ১০টার দিকে এলাকাবাসী খবর দেয় জুনায়েতের মৃতদেহ পানিতে ভাসছে।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু জুনায়েত ও দুই সহোদরের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া কলেজছাত্র হৃদয়ের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন