মৌলবাদীদের সন্তুষ্ট করতে সরকার কাজ করেছে: ইমরান

  27-05-2017 05:55AM



পিএনএস ডেস্ক: 'বাংলাদেশের মৌলবাদীদের সন্তুষ্ট করতে সরকার এই কাজ করেছে'। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের তীব্র সমালোচনা করতে গিয়ে একথা বলে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

বৃহস্পতিবার মধ্যরাতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত রোমান যুগের ন্যায় বিচারের প্রতীক লেডি জাস্টিসের আদলে গড়া ভাস্কর্যটি সরানোর পর এই প্রতিক্রিয়া জানান তিনি।

ইমরান এইচ সরকার বলেন, “এর মাধ্যমে হেফাজতে ইসলামসহ মৌলবাদী উগ্র মৌলবাদীদেরকে আরও উস্কানি দিচ্ছে সরকার। তাদের নৈরাজ্য করবার পথ তৈরি করে দেওয়া হচ্ছে। ”

সুপ্রিম কোর্টের উদ্যোগে স্থাপিত ভাস্কর্যটি অপসারণে হেফাজতে ইসলামের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন প্রকাশের পর গতকাল মধ্যরাতে এটি সরানো হয়।

ভাস্কর্য সরানোর আগে প্রধান বিচারপতি এস কে সিনহা আইনজীবী নেতাদের সঙ্গে পরামর্শ করেছিলেন বলে জানা গেছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন