বিমানবন্দর সড়কে বনসাই প্রকল্প বন্ধ হচ্ছে

  28-05-2017 05:38PM

পিএনএস ডেস্ক:সমালোচনার মুখে বিমানবন্দর সড়কে গাছ কেটে বনসাই রোপনের কাজ বন্ধ হচ্ছে। এই সড়কটিতে মোট ৫০০টি বনসাই রোপনের পরিকল্পনা করেছিল ভিনাইল গ্রুপ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। এখন পর্যন্ত ৯০টি বনসাই রোপন করা হয়েছে। বাকিগুলো আর রোপন করা হবে না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রবিবার সাভারে এক অনুষ্ঠানে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সৌন্দর্যবর্ধনের কাজে নিয়োজিত প্রতিষ্ঠানের সঙ্গে তাদের আলোচনা হয়েছে।

সাভারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে পাচশ বনসাই স্বেচ্ছায় প্রণোদিত হয়ে রোপন করছে একটি প্রতিষ্ঠান। পরিবেশের জন্য এটি ক্ষতিকারক নয়। তবে যেহেতু এ ব্যাপারে গণমাধ্যমে সমালোচনা হচ্ছে, তাই এ পর্যন্ত ৯০টি বনসাই রোপন করার পর বাকি চার শতাধিক রোপন করতে নিষেধ করা হয়েছে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন