এখনো জমে ওঠেনি টিএসসির ইফতার বাজার

  29-05-2017 05:26PM

পিএনএস ডেস্ক: রোজার দ্বিতীয় দিনেও জমে ওঠেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ইফতার বাজার। সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, মিলন চত্বর ও হাকিম চত্বর ঘুরে দেখা গেছে, ক্রেতাদের উপস্থিতি কম।

তবে ইফতারের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রেতার সংখ্যা বহুগুন বেড়ে যায় বলে জানালেন বিক্রেতারা।

বিগত ৫ বছর ধরে সোহরাওয়ার্দী উদ্যানে ইফতার বিক্রি করেন নাজমুল হোসেন। তিনি জানালেন, বেচাকেনা খুব একটা সুবিধার নয়। মোটামুটি।

বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের পাশাপাশি পুরান ঢাকার লোকজনও আসেন ইফতার কিনতে। থাকে উদ্যানে বেড়াতে আসা দর্শনার্থীও।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন