রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে ফায়ার সার্ভিসের মাইকিং

  18-06-2017 03:17PM

পিএনএস ডেস্ক: রাঙামাটির ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করছে ফায়ার সার্ভিস।

রোববার ভোররাত থেকে রাঙামাটিতে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। এ কারণে ফের পাহাড় ধসের আতঙ্ক দেখা দেওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরে যেতে মাইকিং চলছে।

ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার নিউটন দাস জানান, সকালে জেলার ভেদভেদী টিঅ্যান্ডটি, মুসলিমপাড়া বেতারকেন্দ্র এলাকাসহ বিভিন্ন জায়গায় পাহাড় ধসের আশঙ্কায় মাইকিং করা হয়।

গত মঙ্গলবার ভোররাত থেকে রাঙামাটির সদর উপজেলাসহ বিভিন্ন স্থানে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১১২ জন নিহত হয়েছেন। এছাড়া বাড়িঘর, গাছপালা, ফসল ও গবাদিপশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পাহাড় ধসের পর থেকে চট্টগ্রামের সঙ্গে রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। যোগাযোগ পুনঃস্থাপন করতে সড়ক ও জনপথ বিভাগ এবং সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন