১৫ দিনের মধ্যে আসছে ভিয়েতনামের চাল

  23-06-2017 04:13AM

পিএনএস ডেস্ক: আগামী ১৫ দিনের মধ্যে ভিয়েতনাম থেকে চালের প্রথম চালান চট্টগ্রামে পৌঁছাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের নতুন রাষ্ট্রদূত ত্রান ভান খোয়া।

বৃহস্পতিবার (২২ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ কথা জানান।

এ সময় মূখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে চাল আমদানির সমঝোতা স্মারক নিয়ে রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেছেন এবং ভিয়েতনাম থেকে চালের প্রথম চালান ১৫ দিনের মধ্যে চট্টগ্রাম পৌঁছানোর কথা বলেছেন।

প্রেস সচিব জানান, চাল আমদানীর বিষয়ে এসময় প্রধানমন্ত্রী বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত খাদ্য সংরক্ষণ করা হচ্ছে।

যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের আর্থ-সামাজিক উন্নয়নের কথাও বৈঠকে উল্লেখ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, ভিয়েতনাম আমাদের জন্য একটি উদাহরণ এবং আমরা একে অনুসরণ করি। আমরাও ভিয়েতনামের মতো স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি।

শেখ হাসিনা ১৯৭২ সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে বঙ্গবন্ধুর বিভিন্ন পদক্ষেপের কথাও রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে যোগাযোগ এবং অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে ভিয়েতনামের অবিসংবাদিত নেতা হো চি মিনের ওপর লেখা একটি বই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন রাষ্ট্রদূত রাষ্ট্রদূত ত্রান ভান খোয়া।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন