চীনা মিডিয়াই বাংলাদেশের ‘পিরামিড’

  15-07-2017 05:59PM

পিএনএস ডেস্ক:শিরোনাম দেখে চমকে উঠেছেন হয়তো। বাংলাদেশে আবার মিশরের পিরামিড আসলো কিভাবে! তবে ঠিক পিরামিড না হলেও পিরামিড ধরনের এক আচ্ছাদন (কভার) নিয়ে ছবি-প্রতিবেদন করেছে চায়না গ্লোবাল টিভি নেটওয়ার্ক (সিজিটিএন)।

বাংলাদেশের চাতালগুলোতে বৃষ্টি থেকে ধান রক্ষা করতে এক ধরনের আচ্ছাদন ব্যবহার করা হয় যা দেখতে অনেকটা পিরামিডের মতো। প্রতিবেদনে ব্রাহ্মণবাড়িয়ার একটি চাতালের এ ধরনের শতাধিক আচ্ছাদন নিয়ে চারটি ছবি প্রকাশ করা হয়।

সিজিটিএন’র ফেসবুক পেজে বলা হয়, বৃষ্টি আসার আগমুহূর্তে কর্মচারীরা শুকাতে দেয়া ধানের প্রায় একশ’টি স্তুপ তৈরি করে এবং সেগুলোকে সারিবদ্ধ করে। এরপর টুপির মতো দেখতে পিরামিড ধরনের ওই আচ্ছাদন দিয়ে সেগুলোকে ঢেকে দেওয়া হয়।

পিরামিড ধরনের এসব আচ্ছাদন বাঁশ এবং পলিথিন দিয়ে তৈরি করা হয়। শুকাতে দেয়া ধান বৃষ্টি থেকে বাঁচাতে এগুলো ব্যবহার করা হয়।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন