গাছ থেকে বিড়াল উদ্ধারে ফায়ার সার্ভিস দল

  15-07-2017 06:33PM

পিএনএস ডেস্ক:রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালের সামনের কদম গাছ থেকে একটি বিড়াল উদ্ধার করেছে সার্ভিসের একটি দল।

শনিবার বেলা ১২টার দিকে ফায়ার সার্ভিস বিড়ালটিকে নিরাপদে নামিয়ে আনতে সক্ষম হয় মোহাম্মাদপুর ফায়ার সার্ভিস।

সোহেল রানা নামের এক পরচারী বলেন, "আমি গ্রিন রোডের কদম গাছের পাশ দিয়ে যাচ্ছিলাম এমন সময় বিড়ালের ডাকের শব্দে থমকে দাঁড়ায়। উপরে তাকিয়ে দেখি বিড়ালটি গাছের একদম উঁচু যায়গায় বসে রয়েছে। আমি পাশের দোনাকদারদের জিজ্ঞেস করলাম তারা বলল বিড়ালটি অনেক সময় ধরে উপরে বসে আছে অনেকক্ষণ ধরে ডাকছে কিন্তু নামতে পারছে না। এরপরে আমি ফায়ার সার্ভিসের কাছে ফোন দিই।"

উদ্ধার কাজে যুক্ত থাকা মোহাম্মাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সজিব সরকার জানান, সোহেল রানা নামে একজন পথচারী ফোন দিলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের সরঞ্জমাদী নিয়ে উদ্ধার কাজে যায় এবং প্রায় ৫৫ ফুট উঁচু থেকে বিড়ালটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি।

আবুল কাশেম নামের এক দোকানী বলেন, আমরা অনেক সময় ধরেই দেখছিলাম বিড়ালটি নামতে পারছে না এরপরে একজন এসে ফায়ার সার্ভিসের ফোন দিলে তারা এসে বিড়ালটিকে উদ্ধার করে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন