বৃহস্পতিবার বিচারকদের শৃঙ্খলা বিধির গেজেট চূড়ান্ত

  16-07-2017 10:29PM

পিএনএস : আগামী বৃহস্পতিবারের মধ্যেই অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশের জন্য চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রবিবার সুপ্রিমকোর্টে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এদিকে রবিবার সকালে অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে দেওয়া ২ সপ্তাহ সময় শেষ হওয়ার পরও 'আজ নয় কাল' বলে উঠে যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তার সঙ্গে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের অবশিষ্ট পাঁচ বিচারপতিও (সর্বমোট ৬ সদস্যের আপিল বেঞ্চ) নিজ কামরায় ফিরে যান।

এর ফলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কোনরকম শুনানি করার সুযোগ পাননি। তবে বহুল আলোচিত এই মাসদার হোসেন মামলাটি আগামীকাল সোমবার শুনানি হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
এর আগে, নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে গত ১২ ডিসেম্বর তলবও করেছিলেন আপিল বিভাগ।

গত বছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন