আমি লজ্জিত দুঃখিত ও জাতির কাছে ক্ষমাপ্রার্থী: এনামুর রহমান এমপি

  20-07-2017 09:32AM


পিএনএস ডেস্ক: বুধবার সন্ধ্যায় সংসদ সদস্য ডা. এনামুর রহমান তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ ও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। নিম্নে তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

‘৫ জনকে ক্রসফায়ারে দিয়েছি, ১৪ জনের লিস্ট করেছি’ শিরোনামে গত ১৯ জুলাই দৈনিক মানবজমিন পত্রিকায় ক্রসফায়ার সংক্রান্তে আমার যে বক্তব্য ছাপা হয়েছে তা অনভিপ্রেত, অশোভনীয় ও নিন্দনীয়। প্রকৃতপক্ষে আমি যে বিষয়ে আলোকপাত করতে চেয়েছিলাম তা যথাযথভাবে উপস্থাপন করতে না পারার বক্তব্যের রূপটি বিকৃত হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করেছে। যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। এ বক্তব্যের জন্যে আমি লজ্জিত, দুঃখিত ও জাতির কাছে ক্ষমাপ্রার্থী। আমি আমার অনাকাঙ্খিত, অবিবেচনা প্রসূত ও এ বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি।’

‘এই বক্তব্য আমার একান্তই নিজের। এর দায় দায়িত্বও আমার নিজের। এর সাথে দল বা সরকারের কোন সংশ্লিষ্টতা নেই বা তাদের নীতির সঙ্গেও নূন্যতম সম্পৃক্ততা নেই।একই সঙ্গে এ ব্যাপারে কাউকে বিভ্রান্ত না হবার ও বিনীত অনুরোধ করছি।’

‘নিবেদক
ডা: এনামুর রহমান
সংসদ সদস্য,ঢাকা-১৯।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন