চিকুনগুনিয়ার রোগীরা বাড়িতে বসেই সেবা পাবেন

  20-07-2017 05:50PM

পিএনএস ডেস্ক:বাড়িতে বসেই চিকিৎসাসেবার পাশাপাশি ওষুধও পাবেন চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীরা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর ৩৬টি স্বাস্থ্যকেন্দ্র থেকে পৌঁছে যাবে এ সেবা।

বৃহস্পতিবার থেকেই আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের ২৮টি নগর স্বাস্থ্যকেন্দ্র, ৫টি নগর মাতৃসদন কেন্দ্র এবং করপোরেশনের নিজস্ব ২টি হাসপাতাল ও ১টি মাতৃসদন কেন্দ্র থেকে এ সেবা দেয়া হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে। সে লক্ষ্যে ডিএসসিসি বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়ন করে চলেছে। এরমধ্যে রয়েছে জনসচেতনমূলক র‌্যালি, মসজিদগুলোতে বয়ান করা, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের সঙ্গে মতবিনিময়, লিফলেট বিতরণ, মাইকিং, প্রতি ওয়ার্ডে সমাবেশের আয়োজন, পত্রিকায় বিজ্ঞাপন ও ইলেকট্রনিক চ্যানেলে সম্প্রচার, বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা দেয় ইত্যাদি।

মেয়র বলেন, আজ থেকে ৩৬টি স্বাস্থ্যসেবা কেন্দ্র হতে একযোগে চিকুনগুনিয়ায় আক্রান্তদের ফোন কল পেলেই বাড়ি বাড়ি গিয়ে সেবা ও ওষুধ পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে। এজন্য শুধু ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করতে হবে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন