মালয়েশিয়া ফেরত পাঠাল আদিলুর রহমান খানকে

  21-07-2017 10:24AM


পিএনএস ডেস্ক: বাংলাদেশের মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকার এর সম্পাদক আদিলুর রহমান খানকে বৃহস্পতিবার প্রায় দিনভর মালয়েশিয়ার বিমানবন্দরে বসিয়ে রাখার পর রাতে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

অধিকার এর একজন পরিচালক নাসির উদ্দিন এলান বিবিসিকে এ খবর নিশ্চিত করেছেন। বাংলাদশের স্থানীয় সময় রাত দশটা নাগাদ তার ঢাকায় ফেরার কথা রয়েছে।বিবিসির খবর।

এর আগে মানবাধিকার সংগঠন ফোরাম এশিয়া জানায় তাদের সংস্থার ভাইস চেয়ারম্যান আদিলুর রহমান খানকে কুয়ালালামপুর বিমানবন্দরে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

নাসির উদ্দিন এলান অবশ্য জানিয়েছেন আটক নয়, আদিলুর রহমানকে সেখানে ঢুকতে দেয়া হয়নি বলে তারা খবর পেয়েছেন।খবর পেয়ে সেখানকার মানবাধিকার আইনজীবীরা সেখানে যাচ্ছেন।

মিস্টার রহমান মানবাধিকার বিষয়ক একটি কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া গিয়েছিলেন।

ফোরাম এশিয়া বৃহস্পতিবার এক বিবৃতিতে অবিলম্বে আদিলুর রহমান খানের অবিলম্বে মুক্তিও দাবি করেছিল।

সংগঠনের মালয়েশিয়া শাখার একজন কর্মকর্তা চিউ চুয়ান ইয়াং বিবিসি বাংলাকে জানিয়েছেন ইমিগ্রেশন পুলিশ মিস্টার রহমানকে আটকে রাখার তথ্য নিশ্চিত করেছে কিন্তু এর কোন কারণ জানায়নি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন