দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট

  21-07-2017 11:10AM

পিএনএস ডেস্ক: ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় বৃহস্পতিবার রাত ২টার দিকে কোলকাতা থেকে ঢাকামুখী শ্যামলী পরিবহনের পর্যটকবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মহাসড়কে অন্তত ২০ কিলোমিটার যানজট দেখা দিয়েছে।

এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ট্রাকের চালক, সহকারী এবং বাসের যাত্রী মিলে মোট ৫ জন আহত হয়েছেন। তবে মুখোমুখি সংঘর্ষের পর দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সড়কে উল্টে যাওয়ায় অন্তত দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। ফলে মহাসড়কের উভয় দিকে প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে।

এদিকে, সকাল ৭টার দিকে মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ড থেকে নবীনগর পর্যন্ত তীব্র যানজট ছিল বলে জানা যায়। দীর্ঘ পথে আটকা পড়ে হাজার হাজার যানবাহন।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন