‘আমাদের রয়েছে পাট, চা, চামড়া আর মাছ এই ৪ সম্পদ’

  22-07-2017 03:23PM

পিএনএস, ঝালকাঠি প্রতিনিধি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, পৃথিবীর অনেক দেশ আছে যাদের একটি মাত্র সম্পদ। কিন্তু আমাদের রয়েছে পাট, চা, চামড়া আর মাছ- এই ৪ সম্পদ।

মন্ত্রী আরো বলেন, এক সময় কৈ, শিং আর মাগুর ছিল রোগীর পথ্য। চিকিৎসকরাও এ মাছগুলো খেতে রোগীর ব্যবস্থাপত্রে লিখতেন। সেই অবস্থা ফিরিয়ে আনতে মন্ত্রী বেদখল হওয়া পুকুর জলাশয় দখলমুক্ত করে সেখানে দেশিয় মাছ চাষের পরামর্শ নির্দেশ দেন। ব্যক্তিগত পর্যায়ের পুকুর বা জলাশয় খননেও সরকারিভাবে আর্থিক সহায়তা করা হচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

শনিবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতিয় মৎস সপ্তাহের আলোচনা সভা ও সফল মৎস চাষীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিল্পমন্ত্রী। পরে মন্ত্রী উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান, মৎস বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন