ইউএনও তারিক সালমনকে নাজেহাল, বরিশাল আদালতের ৬ পুলিশ প্রত্যাহার

  23-07-2017 09:19AM


পিএনএস, বরিশাল: উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনকে হাজতে নেয়ার দিন বরিশালের আদালতে দায়িত্বরত পুলিশের ছয় সদস্যকে সেখান থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

শনিবার রাতে বরিশাল মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

এই ছয় পুলিশ সদস্য হলেন, এসআই নিরিপেন দাশ, এটিএসআই শচীন ও মাহবুব এবং কনস্টেবল জাহাঙ্গীর, হানিফ ও সুখেন।

গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে একটি নিমন্ত্রণপত্র ছাপান ইউএনও গাজী তারিক সালমন। ওই নিমন্ত্রণপত্রের পেছনে বঙ্গবন্ধুর ছবি ‘বিকৃত’ করে ছাপানো হয় বলে অভিযোগ করেন বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ওবায়েদ উল্লাহ সাজু।

পরে গত ৭ জুন ইউএনও’র বিরুদ্ধে ৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে আদালতে একটি মানহানির মামলা করেন তিনি।

ওই মামলায় গত বুধবার বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন চাইলে আবেদন নাকচ করে তাকে হাজতে পাঠানো হয়। দুই ঘণ্টা পর আবার জামিন দেন একই বিচারক।

মামলার বিবাদী ইউএনও গাজী তারিক সালমন জানান, স্বাধীনতার ওপর শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখান থেকে শিশুদের আঁকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের নিমন্ত্রণপত্রে ছাপানো হয়। তবে বাদীর অনৈতিক কর্মকাণ্ডের প্রস্তাবে তিনি রাজী না হওয়াতে তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মামলাটি দায়ের করেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন