নিরাপদে জেদ্দায় পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

  24-07-2017 03:58PM

পিএনএস ডেস্ক: বাংলাদেশ থেকে হজ যাত্রীদের নিয়ে নিরাপদে জেদ্দায় পৌঁছেছে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট। ৪১৯ জন হজযাত্রী নিয়ে স্থানীয় সময় ১১টা ৩৫মিনিটে জেদ্দায় অবতরণ করে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ।

জেদ্দা বিমানবন্দরে হাজযাত্রীদের স্বাগত জানান, রাষ্ট্রদূত গোলাম মসীহ, কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দিন, প্রতিরক্ষা উপদেষ্টা মোহাম্মদ শাহ আলমসহ দুতাবাস ও কনস্যুলেটের কর্মকর্তারা।

এর আগে ৪১৯ যাত্রী নিয়ে শাহজালাল বিমান বন্দর থেকে ছেড়ে যায় প্রথম হজ ফ্লাইট। সকাল ৭টা ৫৫ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট বিজি-১০১১। এসময় বিমানবন্দরে হজ ফ্লাইটের শুভ উদ্বোধন শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান হজযাত্রীদের বিদায় জানান।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন