‘ডিসিরা চাওয়ামাত্রই পুলিশ পাবেন’

  27-07-2017 04:14PM

পিএনএস : ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় জেলা প্রশাসকদের চাওয়ামাত্রই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে জেলা প্রশাসকদের দাবির প্রেক্ষিতে তিনি এ প্রতিশ্রুতি দেন বলে সাংবাদিকদের জানান।

সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনায় জেলা প্রশাসকেরা বলেন, ‘কোন কোন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পর্যাপ্ত পুলিশ পাওয়া যায় না। এ আদালতের জন্য সব সময় যেন কমপক্ষে একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ সদস্যের দল প্রস্তুত রাখা হয়।’

এই প্রস্তাবের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ লাইনে সব সময় পুলিশ থাকে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আজ বলে এসেছেন, পুলিশ লাইনে চাওয়ামাত্রই তারা (ডিসি) পুলিশ পাবেন। শুধু পুলিশই নয়, আনসারও থাকে—যখন যাকে চাওয়া হবে, তাকেই পাওয়া যাবে।’

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন