ওসমান ও শমসেরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে

  27-07-2017 05:43PM

পিএনএস ডেস্ক:একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপি নেতা ও সাবেক শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুকের বিরুদ্ধে নিয়মিত মামলায় তদন্ত এব্ং বহুল আলোচিত কথিত ধনকুবের মুসা বিন শমসেরের বিরুদ্ধে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আজ বৃহস্পতিবার তদন্ত সংস্থার ধানমণ্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক।

মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এই ১৬ জনের মধ্যে জামায়াত, বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতি সম্পৃক্ত ব্যক্তি রয়েছেন। তবে ১৬ আসামির মধ্যে আটজন পলাতক।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সানাউল হক বলেন, বিএনপি নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে এবং কথিত ধনকুবের মুসা বিন শমসেরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে। ওসমান ফারুকের বিরুদ্ধে নিয়মিত মামলা আছে, তদন্ত চলছে। আর মুসা বিন শমসেরের বিষয়ে অনুসন্ধান চলছে। কোনো অগ্রগতি পাওয়া গেলে জানানো হবে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন