বৃষ্টি জলাবদ্ধতায় নগরজীবনে ভোগান্তি

  12-08-2017 11:43AM

পিএনএস ডেস্ক:শুক্রবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে রাজধানীজুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সকালে কমে আসলেও মৌসুমী বায়ুর প্রভাবে গুড়িগুড়ি বৃষ্টি ঝরছেই। এতে নগরজীবনে নেমে আসে দুর্ভোগ।

রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কগুলোতে পানি জমে থাকায় বিপাকে পড়েছেন কর্মজীবীরা। পানিতে ডুবে যাওয়ায় অনেক রাস্তায় অটোরিকশা, ট্যাক্সি ও রিকশা চলাচল বন্ধ হয়ে গেছে। বৃষ্টির কারণে যানবাহনের অপেক্ষায় রাস্তায় দাঁড়ানোও কষ্টকর হয়ে পড়েছে।

সড়কগুলোতে পানি জমায় বিভিন্ন সিগন্যালে যানজটের সৃষ্টি হয়েছে। তবে শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় যানজট (রিপোটটি লেখা পর্যন্ত) সহনীয় পর্যায়েই ছিল।

রাজধানীর জুরাইন, দয়াগঞ্জ, আজিমপুর, মোহাম্মদপুর ও মালিবাগসহ বেশ কিছু এলাকার প্রতিটি সড়কেই পানি। নিচু এলাকার অনেক বাসাবাড়িতে পানি ঢুকে গেছে। কোনো কোনো সড়কে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমেছে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন