গণমাধ্যম মালিকদের প্রতিনিধি পেলেই ওয়েজবোর্ড ঘোষণা

  13-08-2017 05:49PM

পিএনএস ডেস্ক:নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের ৮০ শতাংশ কাজ শেষ। অবসরপ্রাপ্ত একজন বিচারপতির নেতৃত্বে গঠিত ওয়েজবোর্ড সংক্রান্ত কমিটিতে গণমাধ্যম মালিক পক্ষের প্রতিনিধি পেলেই ওয়েজবোর্ড সরকার ঘোষণা করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার সকালে সচিবালয়ের চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী সাংবাদিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজপথে আন্দোলন না করে, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন কমিটিকে সহযোগিতা করুন।

তিনি বলেন, নবম ওয়েজবোর্ড বিষয়ে আমরা কোনো লুকোচুরির আশ্রয় নিতে চাই না, সাংবাদিক আমাদের শত্রু নয়।

তিনি আরো বলেন, গণমাধ্যম কর্মীদের স্বস্তি দিতে নবম ওয়েজবোর্ড ঘোষণায় তথ্যমন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইলেকট্রনিক্স গণমাধ্যমকর্মীদেরও নবম ওয়েজবোর্ডের আওতায় নিতে কাজ করবে সরকার।

২০১৩ সালে ওয়েজবোর্ড ঘোষণা করা হয়েছে। ৫ বছর পূর্তি হওয়ার পূর্বেই আবারো নবম ওয়েজবোর্ড ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন