বন্যার পরিস্থিতি অবনতি, পাউবো কর্মকর্তাদের সকল প্রকার ছুটি বাতিল

  14-08-2017 08:48PM

পিএনএস : দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি দেখা দিয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-পাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে বিগত ৬০ বছরের রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ বেড়েছে যমুনা নদীর পানি। আগামী তিন দিনের মধ্যে আরও ৩০-৪০ সেমি বাড়তে পারে। আজ সোমবার রাজধানীর মতিঝিলের পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে পাউবোর মহাপরিচালক প্রকৌশলী মো. মাহফুজুর রহমান জানান, পদ্মা ও ব্রহ্মপুত্র নদের পানি বেড়েই চলছে। আগামী ৪৮ ঘন্টায় উত্তরাঞ্চলের বন্যার আরও অবনতি হবে বলে জানিয়েছে পাউবো।

এছাড়া দূর্যোগ পরিস্থিতি ও জানমালের ক্ষয়-ক্ষতি মোকাবেলার লক্ষে পানি উন্নয়ন বোর্ডের মাঠ পর্যায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সকল প্রকার ছুটি জনস্বার্থে বাতিল করা হয়েছে। এছাড়া সার্বক্ষণিক সতর্কতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান।

পিএনএস/জে এ/মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন