গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু

  16-08-2017 01:02PM

পিএনএস ডেস্ক: গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হয়েছে। আজ বুধবার সকাল সোয়া ১০ টায় নির্বাচন কমিশনের (ইসি) সম্মেলন কক্ষে এ সংলাপ শুরু হয়। সংলাপে এখন পর্যন্ত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার প্রায় ২০ জন প্রতিনিধি উপস্থিত হয়েছেন। কে.এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনররা সহ সচিবলায়ের অন্যান্য কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত রয়েছেন। আগামী ২৪ আগস্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শুরু হবে।

উল্লেখ্য, আগামী একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দল ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেয়। নির্বাচনের রোডম্যাপ ও কর্মপরিকল্পনার বিভিন্ন বিষয় সমূহ নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন