সৌদিতে গরম বেড়ে যাওয়ায় আতঙ্কে বাংলাদেশি হজযাত্রীরা

  19-08-2017 12:42PM

পিএনএস ডেস্ক: মক্কায় হজের প্রস্তুতি নিচ্ছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মুসল্লিরা। বাংলাদেশ থেকে আসা হজযাত্রীরা ওমরা পালনসহ মক্কা মদিনায় শুরু করেছেন তাদের নানা আনুষ্ঠানিকতা। তবে হঠাৎ গরম বেড়ে যাওয়ায় এ নিয়ে আতঙ্কে আছেন তারা।

সৌদি আবহাওয়া বিভাগ জানিয়েছে, হজের সময় গরমের তীব্রতা থাকবে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। তবে এতে আতঙ্কিত না হয়ে জনবহুল এলাকা এড়িয়ে চলা, সবসময় মাস্ক ব্যবহার এবং যথাসম্ভব তাঁবুর মধ্যে অবস্থানের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

আগামী ১ সেপ্টেম্বর হজযাত্রীদের আরাফাত ময়দানে অবস্থানের মাধম্যে পালিত হবে পবিত্র হজ। বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১শ’ ৯৮ জন মুসল্লি এবার হজ পালন করবেন। মক্কা পৌঁছে মহানবী হযরত (সা:) এর স্মৃতি বিজড়িত ধর্মীয় গূরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে দেখছেন বিদেশি হজ যাত্রীরা।

মক্কা হজ মিশনের এক সভায় সার্বিক হজ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। তবে বিভিন্ন অনিয়মের কারণে ১৫টি বেসরকারি হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মক্কার বাংলাদেশ হজ মিশন ও সৌদি হজ কর্তৃপক্ষ। সতর্ক করা হয়েছে আরও ২০টি বেসরকারি হজ এজেন্সিকে।

আর মাত্র কয়েকদিন পরই প্রচণ্ড গরমের মধ্যেই মিনা ময়দানের ১ লাখ তাঁবুতে অবস্থান করবেন বিশ্বের নানা প্রান্ত থেকে আগত ৩০ লাখ ধর্মপ্রাণ মুসলমান।



পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন