‘বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে’

  19-08-2017 05:25PM

পিএনএস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে আজকের তরুণদের। বঙ্গবন্ধু আমাদের সঙ্গেই আছেন। তিনি সর্বত্রই আছেন। আমাদের স্মৃতিতে আছেন। আমাদের অন্তরে আছেন।’

তিনি বলেন, ‘মীর জাফর, মোশতাকদের মতো বিশ্বাসঘাতকদের কাছ থেকে সতর্ক থাকতে হবে। হত্যাকারীদের বিচার হচ্ছে। যারা দেশের বাইরে আছে তাদের বিচারের আওতায় আনতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’

আজ শনিবার (১৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সিআরই এই অনুষ্ঠানের আয়োজন করে।

আরেফিন সিদ্দিক বলেন, ‘কালো অধ্যায় আমরা পাড়ি দিয়েছি। চড়াই-উৎরাই পেড়িয়ে এসেছি। ৩০ লাখ মানুষ রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করেছে সেই দেশের প্রতিনিধিত্ব করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান, সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী ও সাংবাদিক স্বদেশ রায় প্রমুখ।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন