এসকে সিনহা আর মাত্র ১৬৪ দিন বিচারকের আসনে

  20-08-2017 09:56AM


পিএনএস ডেস্ক: সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে ঘিরে আলোচিত বিচারকে পরিণত হয়েছেন সুরেন্দ্র কুমার সিনহা। কেননা, নিকট অতীতে নির্বাহী বিভাগকে চ্যালেঞ্জ করে তার মতো এতো সাহসী রায় কোনো বিচারক দেননি। ফলে তার জীবনী সম্পর্কে জানতে মানুষ আগ্রহী হয়ে উঠেছেন।

জানা যায়, দেশের ইতিহাসে অমুসলিম ও ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে প্রথম প্রধান বিচারপতি এস কে সিনহার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে। জন্ম ১৯৫১ সালের ১ ফেব্রুয়ারি। ১৯৭৪ সালে সিলেট বারে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর ১৯৭৮ সালে হাইকোর্টে এবং ১৯৯০ সালে আপিল বিভাগে তালিকাভুক্ত হন সুরেন্দ্র কুমার সিনহা।

পরে সিনহা হাইকোর্টে বিচারক হিসেবে নিয়োগ পান আওয়ামী লীগ সরকারের আমলে ১৯৯৯ সালের ২৪ অক্টোবর। আপিল বিভাগে যোগদান করেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় ২০০৯ সালের ১৬ জুলাই। প্রধান বিচারপতি হন বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৫ সালের ১৭ জানুয়ারি।

অবসরের বয়স অনুযায়ী ২০১৮ সালের ৩১ জানুয়ারি অবসরে যাবেন বর্তমান এই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন