টাঙ্গাইলে ভেঙ্গে যাওয়া বেইলি ব্রিজ পরিদর্শণে : তারানা হালিম

  21-08-2017 08:59PM

পিএনএস, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাকুটিয়া - টাঙ্গাইল সড়কের দুল্যা বাজার সংলগ্ন সেড়াহতৈল নামক স্থানে সার ভর্তি ট্রাক নিয়ে ভেঙ্গে যাওয়া বেইলি ব্রিজ গত বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৪ টায় পরিদর্শণে আসেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এ্যাড. তারানা হালিম এমপি ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম ফেরদৌস আহমেদ, সহকারি কমিশনার ভূমি মো. মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক, আটিয়া ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক, অন্য অন্য রাজনৈতিক নেতা ও নেত্রী বৃন্দ । আগামী পাঁচ দিনের মধ্যে ব্রিজটি ব্যবহার উপযোগি করা হবে বলে জানান প্রতি মন্ত্রী ।

উল্লেখ্য, গত মঙ্গলবার সার ভর্তি একটি ট্রাক ওই ব্রিজ পাড় হওয়ার সময় ভেঙ্গে সার সহ ট্রাকটি পানির নিচে ডুবে এ দুর্ঘনা ঘটে । এতে টাঙ্গাইল জেলার সাথে দক্ষিণ অঞ্চলের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছন্ন হয়ে পড়েছে । চরম জনদুর্ভোগের শিকার হচ্ছে দেলদুয়ার উপজেলার মানুষেরা ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন