পাকিস্তানের সঙ্গে তুলনা সহ্য করা হবে না : প্রধানমন্ত্রী

  21-08-2017 09:52PM

পিএনএস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তুলনা সহ্য করা হবে না। পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র, তার সঙ্গে তুলনা কেন? র্নীতিবাজদের রক্ষা করা প্রধান বিচারপতির কাজ নয় মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিবাজদের রক্ষা করা ও পক্ষ নেওয়া প্রধান বিচারপতির কাজ নয়। প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে সংসদ সদস্যদের নিয়ে যে বৈধতা ও অবৈধতার প্রশ্ন এনেছেন- এ ধরনের প্রশ্ন আসতে পারে না।

আজ সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক শোকসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে আওয়ামী লীগ ওই শোকসভার আয়োজন করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সবকিছু সহ্য করা যায়। কিন্তু পাকিস্তানের সঙ্গে তুলনা আমরা সহ্য করব না। পাকিস্তানের (সুপ্রিম কোর্টের) দেওয়া রায়ের কথা বলে কেউ আমাকে হুমকি দিয়েছেন...আমি তার জন্য জনগণের কাছে বিচার চাই। কেন পাকিস্তানের সঙ্গে তুলনা করা হলো? আমাকে এসব হুমকি দিয়ে কোনো কাজ হবে না।’

প্রধান বিচারপতি এস কে সিনহা গতকাল বলেছিলেন, বিচার বিভাগ যথেষ্ট ধৈর্য ধরেছে। ওই সময় তিনি পাকিস্তানে সুপ্রিম কোর্টের আদেশে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সরে যাওয়ার প্রসঙ্গ তুলেছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আইয়ুব খান, ইয়াহিয়া, জিয়া ও এরশাদকে দেখেছি। তাই আমি জনগণের কাছে বিচার চাই, যে পাকিস্তানকে আমরা ১৯৭১ সালে পরাজিত করেছি এবং যেটি একটি ব্যর্থ রাষ্ট্র, সেটির সঙ্গে কেন তুলনা করা হলো?’

বিচারকদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আপনাদের ভুলে যাওয়া উচিত নয় যে জাতীয় সংসদের সদস্যরা জনগণের প্রতিনিধিত্ব করেন এবং জনগণই সব ক্ষমতার উৎস। জনগণই এই প্রজাতন্ত্রের মালিক। সংসদ সদস্যরা প্রেসিডেন্ট নির্বাচন করেন এবং প্রেসিডেন্ট প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের নিয়োগ দেন।’

পিএনএস/জে এ/ মোহন


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন