৩৬ ঘন্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

  22-08-2017 09:13AM


পিএনএস ডেস্ক: ঢাকার সাথে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ায় সোমবার বিকেল থেকে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

রবিবার ভোর ৫টা থেকে প্রায় ৩৬ ঘন্টা বন্ধ থাকার পর ওই অঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ পুনঃস্থাপিত হয়েছে।

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) হাবিবুর রহমান বাসসকে জানান, বিকেল ৪টা থেকে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এখন এই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

জেলার কালিহাতীতে বন্যার পানির প্রবল চাপে পৌলী রেলসেতুর দক্ষিণ প্রান্তের এ্যাপ্রোচ অংশের মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হওয়ায় রবিবার ভোর ৫টা থেকে ঢাকার সাথে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বাসস’র টাঙ্গাইল প্রতিনিধি জানান, রেল লাইনের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করার পর বিকেল ৪টায় পরীক্ষামূলক একটি ট্রেন চালানো হয়। এরপর বিকেল ৫টা ২০ মিনিটে রংপুর এক্সপ্রেস ট্রেনটি চালানোর পর স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয়। পরবর্তীতে এই লাইন দিয়ে দ্রুতযান এক্সপ্রেসও চলাচল করে।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী রমজান আলী জানান, বন্যার পানির প্রবল চাপে এপ্রোচ সড়কের মাটি ও গার্ডার সরে যাওয়ায় ৩০ ফুট গর্তের সৃষ্টি হয়েছিল।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন