‘সুষ্ঠু নির্বাচনের জন্য আ.লীগের সঙ্গে সংলাপ করতে হবে’

  22-08-2017 02:46PM


পিএনএস: আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন ধরনের নির্বাচনকালীন সরকার থাকবে তা এখনো স্পষ্ট নয়। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করতে হবে। তারা চাইলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

‘সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

মূল প্রবন্ধে বলা হয়, বর্তমান সাংবিধানিক বিধান সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে একটি বাধা। কেননা সংসদ বহাল রেখেই নির্বাচন অনুষ্ঠিত হলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা কঠিন হবে।

বৈঠকে সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন খান, সহ সভাপতি বিচারপতি কাজী এবাদুল হক, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন