মংলা সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি

  17-09-2017 11:28AM


পিএনএস ডেস্ক: বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এতে মংলা সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। খবর আবহাওয়া অধিদপ্তরের।

এর আগে বাসসের খবরে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে, তবে পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দম্কা হাওয়াসহ হাল্কা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম স্থায়ী এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল অবস্থায় রয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন