পদ্মার ভাঙনে ডুবে যাওয়া তিনটি লঞ্চই শনাক্ত, উদ্ধার অভিযান বন্ধ

  17-09-2017 09:51PM

পিএনএস : শরীয়তপুরের নড়িয়া উপজেলার ওয়াপদা লঞ্চঘাটে ডুবে যাওয়া ৩টি লঞ্চের আরেকটি শনাক্ত করেছে ডুবরীরা। রবিবার সন্ধ্যায় নড়িয়ার চন্ডিপুর লঞ্চঘাটের কাছে নড়িয়া ২ লঞ্চটি শনাক্ত করা হয়। এর আগে গত মঙ্গলবার ভেদরগঞ্জ উপজেলার দুলারচর এলাকায় মৌচাক ২ লঞ্চটি ও শুক্রবার মহানগরি লঞ্চ শনাক্ত করা হয়েছে। ডুবে যাওয়া তিনটি লঞ্চ শনাক্ত করা গেলেও পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত থাকায় ওই লঞ্চগুলো উদ্ধার অভিযান চালাতে পারছে না ডুবরিরা। লঞ্চের দুই যাত্রী ও ১২ কর্মীর কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি।

সোমাবার পদ্মা নদী ভাঙনের কারণে নড়িয়া উপজেলার ওয়াপদা লঞ্চঘাটের পল্টুন বিচ্ছিন্ন হয়ে যায়। পানির স্রোতে পল্টুনে নোঙর করা তিনটি লঞ্চ ডুবে যায়। ডুবে যাওয়া মৌচাক লঞ্চটি ওই ঘাট হতে ঢাকায়, নড়িয়া ২ ও মহানগরি লঞ্চটি নারায়নগঞ্জে চলাচল করত।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান বলেন, তিনটি লঞ্চই শনাক্ত করা সম্ভব হলো। কিন্তু স্রোতের কারণে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ'র ডুবুরিরা নদীতে নামতে পারছে না। স্রোত কমলে উদ্ধার অভিযান চালানো হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন