চাল ব্যবসায়ীদের সাথে তিন মন্ত্রণালয় বৈঠক শুরু

  19-09-2017 04:19PM

পিএনএস ডেস্ক: দেশের চালের মিল মালিক অ্যাসোসিয়েশন, আমদানিকারকদের অ্যাসোসিয়েশন, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছে তিন মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় খাদ্য মন্ত্রনালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। এতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম উপস্থিত হয়েছেন।

গত রোববার সচিবালয়ে বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন নেতাদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছিলেন, বৈঠকে চাল ব্যবসায়ীদের কাছে সংকটের মূল কারণ জানতে চাওয়া হবে। যদি চাল সংকটের জন্য কারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন