নির্বাচন কমিশনের হাতে পূর্ণ ক্ষমতা রাখার দাবি গণফোরামের

  20-09-2017 09:02PM

পিএনএস ডেস্ক : নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ হিসেবে আলোচনায় অংশ নিয়েছে ‘গণফোরাম’। আজ বুধবার বিকাল ৩টায় শুরু হওয়া নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে এই সংলাপে নির্বাচকালীন সময়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ রাখতে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের হাতে রাখার দাবি জানিয়েছে গণফোরাম।

একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদান করে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যুক্ত করার দাবি জানিয়েছে দলটি।

এ সংলাপে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে দলটির দশ সদস্যের প্রতিনিধি অংশ নেয়। ইসির সঙ্গে আলোচনায় দলটির পক্ষ থেকে আরো ২০ টি প্রস্তাব রাখা হয়েছে। এর আগে সকালে ইসির সঙ্গে সংলাপ শেষ করে গণফ্রন্ট।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন