ফকিরাপুলে আগুনে ৩ ঘুমন্ত শ্রমিক দগ্ধ

  21-09-2017 07:41PM

পিএনএস : রাজধানীর ফকিরাপুলে একটি ৬ তলা ভবনের নিচতলায় একটি বাইন্ডিং কারখানায় আগুন লেগে তিন শ্রমিক ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়েছ। বুধবার রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধরা হচ্ছেন মোঃ সুজন (২৬), কর্মচারী মোঃ মুক্তার (১৮) ও তাহমিন (১২)।

বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঘটনাটি ঘটে। ঐ কারখানার মালিক সুজনের ভাই সোহেল জানান, এটি একটি ছোট কারখানা। এখানে বইসহ বিভিন্ন কাগজ বাইন্ডিংয়ের কাজ করা হয়। ঘটনার সময় তারা ঘুমিয়ে ছিল। আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে। সংবাদ পেয়ে আমি এসে তাদের হাসপাতালে নিয়ে আসি। তবে কি থেকে আগুন লেগেছে তা আমি জানতে পারিনি। ধারণা করছি জমা গ্যাস থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে।

বার্ন ইউনিটের কর্ত্যবরত চিকিৎসক জানিয়েছেন, কাউকেই আশংকামুক্ত বলা যাবে না। তবে তিনজনের মধ্যে সুজনের অবস্থা গুরুতর।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন