ঢাকায় ৩ শিশুসহ একই পরিবারের পাঁচজন অগ্নিদগ্ধ

  22-09-2017 08:40AM


পিএনএস: পুরান ঢাকার শ্যামপুরে মধ্যরাতে আগুনে পুড়ে দগ্ধ হয়েছেন একই পরিবারের পাঁচজন। এদের মধ্যে তিনজনই শিশু।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে শ্যামপুরে লাল মসজিদ সংলগ্ন ৩ নম্বর রোডের পঞ্চম তলা একটি বাড়ির নিচতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাসরত ওই পাঁচজন দগ্ধ হন।

এ পাঁচজন হলেন মুদি ব্যবসায়ী মোহাম্মদ এনায়েত (৪০), তার স্ত্রী মরিয়ম বেগম (৩৫), তাদের ৩ সন্তান এ্যানি (৫ বছর), হাবিবা (৩ বছর ৬ মাস) ও জুবায়ের (২ বছর)।

পাঁচজনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

ঢামেক থেকে এনায়েতের ভাতিজা ওয়াসিম বাংলানিউজকে জানান, রাত আনুমানিক ৩টার দিকে তার চাচার রুমে আগুন ধরে যায়। এতে পাঁচজনই দগ্ধ হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, দগ্ধদের সবার আশঙ্কাজনক। সবার সারা শরীর ঝলসে গেছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া বাংলানিউজকে জানান, পাঁচজনই জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন