‘ঢাকার প্রতিটি মণ্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকবে’

  25-09-2017 02:47PM

পিএনএস ডেস্ক : আসন্ন দুর্গাপূজায় রাজধানী ঢাকার প্রতিটি মণ্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো থাকবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। আজ সোমবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার আরও বলেন, এবারের পূজামণ্ডপে সবাইকে আর্চওয়ের মাধ্যমে ঢুকতে হবে। সাথে ব্যাগ, ছুরি, কাঁচি ও কোনো ধরনের থলে আনা যাবে না।

রাজধানীতে মোট ২৩১টি মন্দির রয়েছে জানিয়ে তিনি বলেন, এই মন্দিরগুলোকে ‘ক’, ‘খ’, ও ‘গ’ শ্রেণিতে ভাগ করে সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আছাদুজ্জামান মিয়া বলেন, “সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও আন্তর্জাতিক ও জাতীয় প্রেক্ষাপটে নাশকতার বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। ’

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন