'আগামী বাজেট হবে সাড়ে চার লাখ কোটি টাকার'

  26-09-2017 03:18PM

পিএনএস ডেস্ক: আগামী ২০১৮-২০১৯ অর্থবছরে বাজেটের আকার সাড়ে চার লাখ কোটি টাকা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রাজধানীর মিরপুর কনভেনশন সেন্টারে আজ মঙ্গলবার সকালে আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ ইঙ্গিত দেন।

চলতি ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের আকার ৪ লাখ ২৬৬ কোটি টাকা।

৪০ বছর বয়সী করদাতার সংখ্যা বৃদ্ধি পাওয়া আমাদের জন্য ভালো লক্ষণ উল্লেখ করে অর্থমন্ত্রী কর কর্মকর্তাদের উদ্দেশে বলেন, কর আদায়কারীদের আরো বেশি করবান্ধব হতে হবে। এরই মধ্যে অনেকে করবান্ধব হওয়ায় তরুণ করদাতাদের সংখ্যা বেড়েছে।

আগামী অর্থবছরে বাজেটের আকার সাড়ে চার লাখ কোটি টাকা হতে পারে বলেও এ সময় ইঙ্গিত দেন অর্থমন্ত্রী। কর অঞ্চল ৩ এর কর কমিশনার নাহার ফেরদৌসী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন