উল্টো পথে যানবাহন চলাচলে সাবধান, ৪৮৬ টি মামলা

  26-09-2017 05:46PM

পিএনএস ডেস্ক : উল্টোপথে যানবাহন চালানো পুরোপুরি বেআইনী। এতে যেমন একদিকে সৃষ্টি হয় যানযটের তেমনি এটি কখনও একজন সু-নাগরিকের পরিচয় বহন করেনা। আর তাই উল্টোপথে যানবাহন চলাচল রোধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ।

সোমবার (২৫ সেপ্টেম্বর ১৭) উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৪৮৬ টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ অভিযান সবসময় অব্যাহত থাকবে বলে ট্রাফিক সূত্রে জানা যায়।

ট্রাফিক সূত্রে আরও জানা যায়, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৯৫টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ১৬টি, উল্টোপথে চলাচলের জন্য ৪৮৬টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ২০টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়াও এ সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে মোটরসাইকেলের বিরুদ্ধে ৮৬০টি মামলা ও ২৯টি মোটরসাইকেল আটক করা হয়।

ট্রাফিক আইন অমান্যকরীদের প্রতি কঠোর হওয়ার নির্দেশনাও রয়েছে ডিএমপির পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়ার। তিনি ট্রাফিক বিভাগের সকল কর্মকের্তারে উদ্দেশ্যে বলেছেন-‘ট্রাফিক আইন যে অমান্য করুক তার বিরুদ্ধে কোন ছাড় নেই।’

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন